Header Ads


Fouzderhat Football Academy Presents "ACADEMY CUP 2019"


ফৌজদারহাট ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত "একাডেমি কাপ ২০১৯"
আগামী ২৬ এপ্রিল রোজ শুক্রবার হতে শুরু হতে যাচ্ছে। ১ সপ্তাহব্যাপী এই বিশেষ টুর্নামেন্টে থাকছে অসংখ্য চমক ও উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রতিদিন বিকেলে একাডেমির ট্রেনিং সেশনের পাশাপাশি *স্কুল ছুটির পর* 🙄 ফৌজদারহাট মাঠে এই টুর্নামেন্টের খেলা চলবে এবং আগামী ৩ মে শুক্রবার বিকেলে এর ফাইনাল অনুষ্ঠিতহবে।

উল্লেখ্য যে এই টুর্নামেন্টে শুধুমাত্র একাডেমির নিবন্ধিত খেলোয়াড়েরা অংশগ্রহণ করবে। বিভিন্ন খেলোয়াড়দের পজিশন অনুযায়ী ক্যাটাগরির ভিত্তিতে সর্বমোট ৫টি টিম করা হয়েছে নিম্নে এই পাঁচটি টিমের স্কোয়াড দেওয়া হল-

#TEAM_A ★
বরাবরের মত টুর্নামেন্টের নজর কারতে একাডেমির সিনিয়র কোচিং স্টাফ ও পরিচালকদের নিয়ে এ টিম গঠন করা হয়েছে-

১-রাহাত (GK)
২-আশরাফ
৩-রাজীব
৪-মুনতাসীর ©
৫-মিঠু
৬-তৈয়ব
*৭-তৈয়ব ২ ও নয়ন।

#TEAM_B ★
১-রাকিব (GK)
২-সাকিব ©
৩-অনিক
৪-মিনার
৫-তানভীর
৬-সাকিব (ফজু হাবিলদার বাড়ী)
*৭-সাকিব (পীর বাড়ী) ও নাজিম।

#TEAM_C ★
১-ইরফান (Gk)
২-জুয়েল
৩-রাকিব জুনিয়র
৪-সানি ©
৫-ইরফান (নতুন দাইয়া বাড়ী)
৬-সাজ্জাদ রাহাত
*৭-নওফেল ও সামি (সানির ছোট ভাই)

#TEAM_D ★
১-সোয়াইব (Gk)
২-টিপু
৩-মুন্না ©
৪-নওশাদ (ভাটিয়ারী)
৫-ওয়াসি
৬-সাদেক
*৭-জুনায়েদ ও আকাশ

#TEAM_E ★
১-সোহেল (Gk)
২-রাসেল ©
৩-সাইমন
৪-সাকিব (ভাগিনা)
৫-রবিন
৬-মিরাজ
*৭-নিশাত জুনিয়র

যা থাকছে-

★গোল পোস্ট হবে অলিম্পিক বার।
★উদ্বধনী ম্যাচ ২৬-০৪-১৯ শুক্রবার।
★ফাইনাল ০৩-০৫-১৯ শুক্রবার।
★লিগ পদ্ধতিতে ১ রাউন্ড করে হবে।
★আইএসএল এর আদলে পয়েন্টের ভিত্তিতে সেমি ও ফাইনাল হিসেব করা হবে।
★সেরা গোলদাতা / সর্বোচ্চ গোলদাতা।
★সেরা গোলরক্ষক।
★সেরা ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরওয়ার্ড।
★উদীয়মান প্লেয়ার।
★সু-শৃঙ্খল দল।

"চ্যাম্পিয়ন ট্রফি ও স্পেশাল ট্রিট"

সবাই রেডি তো?

No comments

Powered by Blogger.